চার দেয়ালের সীমানা পেরিয়ে,
    মুক্ত মোরা নীল আকাশ তলে;
ভাবনার মুক্তি, লেখনীর মুক্তি,
     ওই আনন্দের মুক্তির  ফলে।


মুক্তির আনন্দ, যুক্তির আনন্দ,
   এত আনন্দ, ছড়ায়ে এই ধরাধামে?
ভাবি নাই আমি, বুঝি নাই আমি,
   হেথায় কোনটা বিকাবে বেশী দামে?  


সীমানা হারিয়ে অসীমের মাঝে,
       আঁধারের মুক্তি আলোয় এসে;
অসীম হারায় সীমানার মাঝে,
       আর প্রাণের মুক্তি ভালবেসে।


জগতে বন্ধুর মুক্তি, বন্ধুর কাছে,
       যত প্রাণের কথা খুলে বলে;
ভাবনার মুক্তি লেখনীর কাছে,
     স্বাধীন লেখনী তাই তো চলে।


মনের স্বাধীনতা, প্রাণের স্বাধীনতা,
          তাঁর তরে রক্ত ঝড়ে;
দেহের স্বাধীনতা, অর্থের স্বাধীনতা,
          মুক্ত মনকে ক্ষুদ্র করে।


১৯শে শ্রাবণ, ১৪২৫,
ইং ০৫/০৮/২০১৮,
রবিবার, সকাল ৯.৩৫মিঃ। ৫৫০ তাং ১০/০৮/১৮।