মাতৃভূমির জন্য লড়াই করেছি,
       বন্দুক কাঁধে লয়ে;
আমরা জীবন দিতে করিনি দ্বিধা,
          ভীষণ মৃত্যু ভয়ে।


সবুজের মাঝে রক্ত সূর্য আজ
      সারা বাংলা জুড়ে;
প্রিয় শস্য শ্যামল সুন্দর ভূমি,,
      দাঁড়াক আবার ঘুরে।


কঠিন স্বাধীনতার ঐ মূল্যবোধ,
        চেতনায় আসুক সবার;
তবেই সেই রক্তদানের মূল্য রবে,
       বুঝবে বংশধররা আবার।


৩০ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং  ১৫/০৭/২০২০,
বুধবার সকাল ৮টা।১০৭০, ১৭/০৭/২০২০।