মানুষের একটা মানদন্ড থাকে,
            মানুষ হতে গেলে;
মাপতে হবে আজ-কে,কে, মানুষ?
         আর কে মানুষের দলে?


স্বৈরাচার আর মৌলবাদ,
            পার্থক্যটা কোথায়?
অন্তরে যার মানব বিদ্বেষ,
           ঝরে কথায় কথায়।


ব্যক্তি পূজা তাদের শ্রেষ্ঠ পূজা,
             ব্যক্তি স্বার্থ ধরে;
নিজে ছাড়া কেউ বড় নয়,
           ধর্মের মুখোশ পরে।


বুদ্ধের দেশ, নিতাইর দেশ,
  রবি, গান্ধী, ছিল বেশ।


সেই দেশেতে হানাহানি,
           আনলো বলো কে?
মানব শত্রু মৌলবাদ,
            সেই এনেছে রে।


ভাবতে হবে মানুষ যারা,
         উপায় যে আর নাই;
মানুষ নামে উপোষ করে,
       আর থাকিস নারে ভাই।


নিকেষ করো ঐ মৌলবাদ,
       ওদের মৌল ভাবনা ধরে;
নিজে বাঁচো অপরকে বাঁচাও,
          সঠিক ভাবনা ভেবে।


২২শে ফাল্গুন, ১৪২৪,
ইং ০৭/০৩/২০১৮,
বুধবার, ভোর ৭টা।  B.k.407