স্বপ্ন দেখি একটা সুন্দর পৃথিবীর, যেখানে
থাকবেনা পুরাণ, ইতিহাস, অন্ধসংস্কার আর
স্বার্থপর ধর্মীয় অনুষ্ঠান, যাদের আচ্ছাদনে
আচ্ছন্ন মানব সমাজ। পৃথিবীটায় হউক এক
জাতি, এক দেশ, এক সরকার, সর্ব ধর্মের
মিলনে এক বিশ্বাস। এক আত্মা জেগে উঠুক,
আর এক আত্মার দুঃখে, হাসুক এ আত্মা অন্য
আত্মার সুখে। বন্ধ ঘরের দেওয়াল ভেঙ্গে-পারি  
যেন বেরিয়ায়ে যেতে মুক্ত আলোয় নীল আকাশ-
তলে, মুক্ত হাওয়ার ঐ বলাকার দলে। এমন
একটা জগৎ যেন গড়তে পারি, যেথায় থাকবেনা
ভেদাভেদ, সেথায় রইবেনা আর হিংসা-দ্বেষের খেদ।  
থাকবেনা আর হানাহানি আপন মনে জেনে, শত্রু
শব্দ উবে যাবে মিত্রতার টানে। লাখ কোটির হবেনা
ক্ষতি মারণ অস্ত্র তৈয়ারীর কারখানায়; সেই অর্থ  
লাগবে কাজে মানব জাতির উন্নয়নে আমাদের চেষ্টায়।
এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে চাই যেখানে সুখে
দুঃখে আপন হয়ে মিলেমিশে থাকবো আমরা সবাই,
একে অপরের হয়ে বোন কিংবা ভাই। জীবনের সত্য
তাই। জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে অতীত
কালের সব ভ্রান্তি; হৃদয় মন্থনে উঠে আসুক আবার
ধরণীতে মনের আনন্দ, প্রাণের আরাম, আর আত্মার
শান্তি।


২রা আশ্বিন, ১৪২৪,
ইং ১৯/০৯/২০১৭,
মঙ্গল্বার,রাত ১টায়।