কালের বিবর্তনের সাথে মানুষের মনের পরিবর্তন,
        প্রকৃতি করছে সাধন;
অতীতের চাওয়া পাওয়া, বর্তমানের দেওয়া নেওয়া,
       সবই তো ব্যক্তির মনন।  


শৈশব, কৈশোর ছাড়ি, যৌবনে এসে আবেগে ভেসে,
      দাঁড়ায় সবাই সৃষ্টির পাশে;
কখনও সফল হয়,কখনও বিফল হয় নিজ কর্মফলে,
    সবার মঙ্গলের আশে।


ব্যক্তিস্বার্থ হীনমন্য, সে যে পাপ, তাহা কভু নয় পুন্য ,
        সেই তো সত্য সনাতন;
সমষ্টির স্বার্থ, দেশের স্বার্থ, ব্যক্তিচিন্তায় হয় ব্যর্থ,
       সত্য সর্বক্ষন, এ নয় পুরাতন।


সবার মঙ্গল যে জন করে, খনজন্মা তাঁরে বলে,
      সে জন হয় মানুষের অন্তর;
মনুষ্য সমাজ তাঁরে, হৃদয়ে রাখে ধরে জন্মজন্মান্তর,
         ভুলাইয়ে আপনপর।


এই তো জনম, এই তো জীবন, এই যে প্রকৃতির ধারা,
       তাহা রাখে ধরে কারা?
যে জন নিজেরে বিলিয়ে দেয় জগতের সমষ্টির তরে,
        ধরায় স্বপ্নদ্রষ্টা তাঁরা।  


২রা চৈত্র, ১৪২৪,
ইং ১৭/০৩/২০১৮,
শনিবার ভোর ১২.৩০টা।