জীবন শুরু আর বাধাও শুরু,
          শুরু চলার পথ;
চলতে চলতে পার হয়ে যায়,
          এটাই জীবন রথ।
          
কত স্বপ্ন দিয়ে গড়া এ জীবন,
      আবেগে জড়িয়ে রাখা;
আবেগের বেগে পার হয়ে যায়,
            নিত্য নতুন দেখা।


স্বপ্ন থাকিলে জীবন ও থাকে,
         থাকে জীবনের আশা;
আশায় আশায় কেটে যায় দিন,
            মুখে স্বপ্নীল ভাষা।
          
প্রাণের রঙিন স্বপ্ন  ভাসে ঐ নীলিমায়,
           হৃদয়ে উত্তাল ঢেউ;
সেই ঢেউ এর সিঁড়ি বেয়ে পৌঁছে যাওয়া,
      তীরে আছে বুঝি কেউ।


শুধু কি দেওয়া, শুধু কি পাওয়া
            আরও তো অনেক কিছু;
ওই কিছুটাই জীবন বুঝেছ সুমন,
             ছুটি মোরা পিছু পিছু।
              
১০ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তারিখ ২৭/১১/২০১৯,
বুধবার, সকাল ৮:২৫।  ৮৬০, ১১/১২/২০১৯।