আপনার দিল, স্বপ্নের মঞ্জিল,
               স্বপ্ন দেখে।
নানান ঢঙে আর নানান রঙে,
                স্বপ্ন বুনে।
সেই স্বপ্নই একদিন বাস্তবের ঘরে
                 উঁকি মারে।
স্বপ্ন ছাড়া - আসে বাস্তবে যারা,
                মূল্যহীন তারা।
না ভালোবাসে, না প্রাণের কাছে,
                  তারা আসে।
না চেয়ে পাওয়া অধিকারের হাওয়া
                  লাগে গায়ে।
অত্যাচারীর, অত্যাচারে, অবশেষে,
                    রক্ত ঝরে।
কষ্ট করে ভালোবেসে পায় না যারে,
       দেয়কি মূল্য কখনও তারে?


১২ ই আষাঢ়, ১৪২৭,
ইং  ২৭/০৬/২০২০,
শনিবার বেলা ৩:০০টা। ১০৬৫, ১২/০৭/২০২০।