স্বপ্নের মাঝে সৃষ্টি বাঁচে,
     তাই স্বপ্ন কে ধরে রাখি;
স্বপ্ন ছাড়া ভুবন হারা,
      রইবে না কিছু বাকি।


স্বপ্ন নিয়ে খেলা শুরু,
     মোরা বাস্তবে তাই দেখি;
বাস্তব স্বপ্ন একাকার হয়,
     এই জীবলোক হয় সুখী।


বিন্যস্ত জগৎ অবিন্যস্ত হয়,
     যদি স্বপ্নরা যায় মরে;
আকাশে বাতাসে, নিঃশ্বাসে প্রশ্বাসে,
    তখন ক্ষোভই শুধু ঝরে।


স্বপ্ন ছাড়া চলে যারা,
     তারা হারায় পথের দিশা;
শৃঙ্খল যে উচ্ছৃঙ্খল হয়,
       নামে পথে আঁধার নিশা।


১লা আষাঢ়,১৪২৬,
ইং ১৭/০৬/২০১৯,
সোমবার, রাত ১১টা। ৭১৭ তাং ১৮/০৬/২০১৯।