স্বর্গ-নরক কেউ দেখিনি,
তবু ছবি ফুটে ওঠে,
ন্যায় অন্যায় সব ভুলে যাই
ব্যক্তিস্বার্থে জুটে।


আজও মানুষ এঁকে চলে
প্রতীকী ভাবনার সুন্দর ছবি;
মানুষ তুমি মানুষ হও,
বলার চেষ্টা করে কবি।


ভালো যদি সবাই হয়
ধরায় স্বর্গ আসবে নেমে;
স্বর্গসুখ সবাই পাবে,
আনন্দ যাবেনা আর থেমে।


১৭ ই চৈত্র, ২৪২৭,
ইং ৩১/০৩/২০২১,
বুধবার সকাল ৬টা।  ১২৭৪,  ০১/০৪/২০২১।