মানুষ নামে অমানুষ সব?
কথায় কথায় তোলে রব।
জাতের নামে বজ্জাতি করে;
নিজের স্বার্থ বুকে ধরে।


স্বার্থান্বেষী বিষের বাঁশি,
ছোবল মেরে হাসছে হাসি;
বিষের জ্বালায় সমাজ ভোগে,
চেতন চিত্ত কোথায় জাগে?


ধর্ম-বর্ণ জ্বলতে থাকে,
পাগলা ষাঁড়ের ওই গুতোতে;
মানুষ সবাই পাগল হয়ে,
ছুটছে দিগ্বিদিক জ্ঞান হারায়ে।


আর কতকাল চলবে এমন,
জাগো বন্ধু ছেড়ে স্বপন,
রুদ্ররূপে জেগে ওঠো এবার,
দেখুক মানুষ নতুন তপন।


কবি, লেখক চাষী, শ্রমিক,
নানান দিকে উঠুক এ গীত;
আজ সঙ্ঘবদ্ধ আমরা সবাই,
ধরায় গড়ব নতুন মিত।


১৫ ই জৈষ্ঠ্য,১৪২৭,
ইং  ২৯/০৫/২০২০,
শুক্রবার বিকেল ৩:৫৬। ১০২২, ৩০/০৫/২০২০।