শুনবে - কেমন করে - পথে চলতে চলতে,
পথিক এসে হাতটি ধরে নিয়ে গেল আপন করে?
বুঝতে পারিনি।
হঠাৎ যেন বান ডাকলো হৃদয় আমার ভাসিয়ে নিল,
অবাক হয়ে অনুভবি বৃষ্টির ফোঁটা না শিশির বিন্দু
জমেছে আমার কপাল জুড়ে,
অবাক হয়ে তাকিয়ে ছিলাম তাহার পানে,
আমার শরীর জড়িয়ে ধরে আঁচল দিয়ে
মুছিয়ে দিচ্ছে আপন করে।


জিজ্ঞাসিনু তাহার কাছে কে ভিজালো এমন করে?
অবাক হয়ে হাসলো শুধু তাকিয়ে আমার পানে।


আমার শরীর নীরব নিথর সেই ললনার বক্ষোপরে,
মায়ের কোলে যেমন শিশু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে,
স্বর্গসুধার পরশ আমি পেলাম বুঝি এই আবেশে।


২রা বৈশাখ,১৪২৭,
ইং ১৬/০৪/২০২০,
বুধবার সকাল ৭:২৪। ৯৮০, ১৮/০৪/২০২০।


কবি বন্ধু ডক্টর শাহানারা মশিউর কে আমার এই কবিতাটি উৎসর্গ করলাম।