মানুষের কথা ভাবেনা কেউ,
ঘোরে হেথায় লোভাতুর ফেঊ,
           শুধুই ক্ষমতার লোভে।


ব্যক্তি স্বার্থ অর্থের লোভ,
মূক-বধির মানুষের ক্ষোভ,
             আজ জগৎ জুড়ে।


কোপিত হৃদয় চুপ কেন আজ,
মানুষ ত্যজিছে মানবতার লাজ,
   তাই চারিদিকে আজ রক্তগঙ্গা বয়।


কত মায়ের কোল শূন্য হলো,
কত ভাই-বোন ভাই হারালো
      আহা! কোন গণতন্ত্রের নামে।


কি হবে আর গণতন্ত্রে,
জীবন যাচ্ছে রাজার মন্ত্রে,
        ধন্য সনাতন কৃষ্টির দেশ!


গৌর, বুদ্ধের সেই যে ধারা,
এবার বুঝি হলো হারা,
       মনুষ্য বোধ থাকবেনা আর।


তাই বলি আজ রুখে দাঁড়া,
জগৎ জুড়ে পড়ুক সাড়া,
         মানূষ হয়ে বাঁচতে গেলে।


৩১শে বৈশাখ, ১৪২৫,
ইং ১৫/০৫/২০১৮,
মঙ্গলবার, বেলা ১১.৩০মিঃ। 476 dtd 19/05/2018.