অন্তরের অতি গভীর প্রদেশের কথা,
যারে পাইনা দেখিতে এই দৃশ্য জগতে,
তাঁরে বুঝিব কেমনে?


আদি-অন্ত হয়ে শ্রান্ত, খুঁজে চলেছে সবাই,
মরু, মোহ, মায়া, এই কি তাঁর কায়া?
তাঁরে খুঁজে পাবো কোথায়?


দেখতে যে চাই মনের ওই মানুষটারে,
   নিজের চোখে জগৎ মাঝে;
কেউ-ই মোরা, তাঁরে দেখতে না পাই,
   মোদের মাঝে কোন কাজে।

সে কি এতো ক্ষুদ্র পরমাণুর মত,
   খালি চোখে যায়না দেখা?
কোথায় আদি, আর কোথায় অন্ত,
    আমরা সবাই দিক ভ্রান্ত
আমরা মানুষ সত্যিই কিছু শিখি নাই।  


শুনেছি সবার কাছে-
তুমি নাকি মহান শক্তিধর?
তোমার কাছে নাই আপনপর।
  
অত শক্তি থাকতে জড়ো,
         কেন তুমি এমন করো?
দেওনা দেখা নিজ রূপে,
           ধরার এই মানুষেরে।


বন্ধু ভেবে নেবে সবাই আপন করে
        রাখবে ধরে হৃদ-মাঝারে।
২রা আশ্বিন, ১৪২৫,
ইং ১৯/০৯/২০১৮,
বুধবার, বেলা ১টা।  ৫৯৩ তাং ২৫/০৯/২০১৮।