যে সদা রাগ করে ,
         আমার কথায় ;
আমি তারে রাখি ধরে ,
         আপন ব্যথায় ।


যে মোরে আঘাত করে ,
            বিষাক্ত বাণে ;
মন তবু চলে যায় ,
           শুধু তার টানে ।


যে মোরে দুঃখ দেয় ,
             প্রাণ ভরিয়া ;
আমি তারে রাখি ধরে ,
            আপন করিয়া ।


যাহার বিচ্ছেদ লাগি ,
            মোর এত দুখ ;
আমি সদা কাজ করি ,
           রাখি তার সুখ ।


হিয়ায় হিয়ায় মিশে ,
           ছিল যার কথা ;
আমি শুধু তারে ভাবি ,
          পাব তারে কোথা ?


যার স্মৃতি ব্যথা দেয় ,
           দিবা নিশি জাগি ;
আমার হৃদয় কাঁদে ,
             শুধু তার লাগি ।