শান্ত প্রকৃতি আজ অশান্ত হলো,
         কোন অশুভর ছোঁয়ায়?
দেখ তোরা দেখ সবে হেথা এসে,
          কি কারনে হয়েছে রে?


ওরে দিস না- তোরা তারে,
   এই ভাবে ভেসে যেতে ঐ দরিয়ায়;
খুঁজে আন তোরা সবে,
   কি করে? অশান্ত শান্ত হবে,
         কোন পরশ মণির ছোঁয়ায়?


বিজন বনে- প্রাণের সনে,  
          বাজাও বাঁশি নতুন সুরে।  
উঠুক জেগে সেই তরঙ্গ হৃদ আকাশে,
       সাঁঝের বেলায় সোনা রঙে,
           রঙিন হউক আপন প্রানে।
  
তার পরশে ধরার ধারা,
             শান্ত হবে আপন করে।
অশ্রুধারা বইবে প্রানে উদাস মনে,
         রঙের খেলায় রঙিন হয়ে,
                    সেই সকালে।
১৯শে শ্রাবণ, ১৪২৪,
ইং ০৫/০৮/২০১৭,
শনিবার, সকাল ৭টা।