তথা কথিত ধর্ম- প্রকৃত ধর্ম নয়,
             সে তো কিছু ব্যক্তি মানুষের মতবাদ;
স্রষ্টার সৃষ্টি বাঁচায়ে রাখিতে কর্ম,
   তাই তো ধর্ম, পেয়েছি জীবনের স্বাদ।


মনুষ্য জনম একবার আসে,
                            বার বার আসে না;
ধরার মাটিতে জীবনের পদার্পন
                           মাধ্যম মোদের মা।


মায়ের ধর্ম সন্তানের লালন পালন,
                           বড়টি করিতে হবে;
জননী জন্মভূমি সবার উপরে,
                          সন্তান বুঝিয়া লবে।


মায়ের তরে জীবন দেওয়া,
                        সন্তানেরই তো কাজ;
কর্ম ধর্ম এই তো তাহার,
                       থাকেনা কোন লাজ।
১১ই আশ্বিন, ১৪২৪,
ইং ২৮/০৯/২০১৭,
বৃহস্পতিবার, সকাল ১১টা।