তিন মাথারা বলতে পারে,
            কতদূর এলাম হেঁটে;
মাপ জোপে অভিজ্ঞ তাঁরা,
              কে লম্বা? কে বেটে?


কে কাল কে সাদা,
কার মনে কত কাদা,
  অল্প পথ হেঁটে বোঝা বড় দায়;
এরা অভিজ্ঞতায় অভিজ্ঞ,
যেন ঋক, সাম,যজু: অথর্ব,
তিন মাথা জ্ঞানের আলো ছড়িয়ে দেয়।


ভালোর ভালো সেইতো আলো,
তাইতো বোধি জ্ঞান ছড়ালো,
         সেই আলোতে উজ্জ্বল আজ ধরা;
অভিজ্ঞতার মূল্য অসীম,
অনভিজ্ঞের সীমা সসীম,
               তাই মানব দেহে এত জরা।


৫ই কার্তিক, ১৪২৬,
ইং ২৩/১০/২০১৯,
বুধবার, বেলা ১০টা।   ৮২০, ২৯/১০/২০১০।