লকডাউনে বাঙালি আজ
           বন্ধ আপন ঘরে;
রবি এসে সকাল বেলা,
          দোরে আঘাত করে।


মন ভরে যায়, প্রাণ ভরে যায়,
রবির আভায় দরজা যখন খোলে।


হৃদয় দুয়ার খুলে দেখি,
         হৃদাসনে বসে রবি,
শুভ্র স্মশ্রু সেই যে ছবি,
       আমাদের প্রাণের কবি।


প্রাণের ফুলে সাজাই তাঁরে,
      জন্মদিনে আপন করে;
নিজের মত মনে মনে,
       ভালবেসে হৃদয় ভরে।


তুমি মোদের আশা দিলে ভাষা দিলে,
মায়ের ভাষা চিনিয়ে দিলে জগৎজুড়ে,
     জননী জন্মভূমি ভালবেসে।


বিশ্বকবি তাই যে তুমি,
             বাঙালিদের অন্তর্যামী।
আমরা গর্ব করে কথা বলি,
          মায়ের ভাষায় ধ্বনি তুলি।


তোমার চোখে দেখি মোরা,
সবুজ ঘেরা, নদীনালায় ভরা,
     গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।


পাহাড় চুড়ায় রূপের ধারায়,
       দেখি মোরা সুর্য্য উদয়,
             সেই তোমারই চোখে।


বৈশাখের এই শুভ দিনে,
তোমার পরশ পাবো বলে,
     সারা বছর বসে থাকি,
     খুলে হৃদয় দুয়ার আপন মনে।


মন ছুটে যায়, প্রাণ ছুটে যায়,
    তোমার ওই শান্তিনিকেতনে,
বসে শালের বনে বকুল ছায়ে,
    প্রাণ জুড়ায় তোমার গানে।


জানি আসবে তুমি আবার ঘুরে
         এই দিনে বারে বারে,
থাকব মোরা পথ চেয়ে,
      শুধুই তোমায় স্মরণ করে।


২৫ শে বৈশাখ, ১৪২৭,
ইং ০৮/০৫/২০২০,
শুক্রবার, সকাল ৭:২৭।
           ১০০১,
২৬ শেষ বৈশাখ,১৪২৭,
ইং ০৯/০৫/২০২০,