প্রভাত বেলায় নীল আকাশে
                দেখছি মেঘের আনাগোনা;
রবির রশ্মি হারিয়ে গেল,
কোথায় গেল কেমনে গেল?
              মোদের নাই তো তাহা জানা।
      
ঘর থেকে বাইরে এসে,
                             দেখ না উঁকি মেরে;
আলোয় ভরা দিনটা কেমন,
                       আঁধারে ফেলছে ঘিরে।


আঁধার থেকে মুক্তি পেতে,
                          বাহির হতে হবে পথে,
পাল তুলে দে হাল তুলে নে,
                        এই ভয়াল গভীর রাতে।


ছাড়তে হবে প্রাণের মায়া,
লড়তে হবে- দিয়ে চিত্তকায়া,
                     এই ভয়াল ভীষণ অন্ধকারে;
ডাকছে দেয়া ঐ  বজ্রপাতে,
লক্ষ্য দিয়া শুধুই আঁধার রাতে,
                           পৌঁছে যাব আবেগ ভরে।


থাকবো না আর প্রাণের ভয়ে,
উঠবো মেতে যুদ্ধ জয়ে।
                          উঠবে রশ্মি আকাশ ফুঁড়ে,
                       থাকবে মোদের হৃদয় জুড়ে।


১৩ ই বৈশাখ,১৪২৭,
ইং ২৬/০৪/২০২০।
রবিবার সকাল ৮:০৩। ১০০৫, ১৩/০৫/২০২০।