ক্ষণিক তরে থাকলেও সুখ
থাকে দুঃখ জীবন ভর;
হেথা চিরসুখী কেউ নয় বন্ধু
আমরা দুঃখেই বাঁধি ঘর।


সুখ যে শুধু মরীচিকাময়
ওই মোহের বশেতে দেখি;
ক্ষনিকে দেখি, ক্ষনিকে মিলায়,
তবু বুকেতে জড়িয়ে রাখি।


বুঝেও বুঝি না, মেনেও মানিনা,
ওই সেই জন্ম মৃত্যুর মত;
সুখের বাসনা দুঃখে হয ঠাঁই
থাকি জটিল ভাবনায় রত।


দিনশেষে খুলে যায় জট
কোন বাঁধন থাকেনা আর
লেনাদেনা শেষ করে শেষে
হয় অনন্তে আশ্রয় তার।


১৪ ই কার্তিক, ১৪২৯,
১লা নভেম্বর, ২০২২,
মঙ্গলবার রাত ৯:০৭।


১৮১৫, ০১/১১/২০২২।