বন্ধুর চাইতে বড় কিছু নাই,
যদি প্রানের বন্ধু কাছে ফিরে পাই।
আকাশের মত বিশাল হৃদয়,
চেতনার মাঝে যদি দেখা দেয়।


হারায়ে কাঁদিব, দুখেতে ভাসিব,
নিরানন্দেও তাঁরে জড়ায়ে রাখিব,
সেই আপন হৃদয় গভীরে;
ফিরে আসো তুমি এই মর্মর ভূমি
ফাঁকা পড়ে আছে, জানে অন্তর্যামী,
কেউ কি বোঝিবে অন্তরে?


পলাশের কুড়ি রক্তিম হল
ওই বসন্তের আগমনে;
বন্ধুর লাগি রাগের খেলা
জাগে বুঝি আজ মনে।


প্রিয় থাকো তুমি সুখে
ভালবেসে জগতের সবারে;
প্রাণের ছোঁয়ায় দেও রাঙিয়ে
বসন্তের রাঙা আবিরে।


৫ ই ফাল্গুন, ১৪২৬,
ইং ১৮/০২/২০২০,
মঙ্গলবার, বেলা ১২:৩০। ৯৩২, ০১/০৩/২০২০।