থেমে যাওয়া মানে মৃত্যু নয়,
          কঠিন সংগ্রামের প্রস্তুতি;
মেঘের আড়াল হতে একদিন,
       উঁকি দেবে আলোর দ্যুতি।


যুদ্ধ জীবনের, যুদ্ধ বাঁচার,
             এই যুদ্ধে লড়তে হবে;
জানিনা এই কঠিন যুদ্ধে,
             আমরা জিতব কবে?


ঘরে বন্দি মোদের নিত্যসঙ্গী,
                আলমারির ওই বই;
ডাল ভাত, সিদ্ধ ভাত, আর
                       ঘরে পাতা দই।


হারানোর ভয়ে খিদে হারায়,
               এ ভালোবাসার টান;
জীবন তরী চলে তরতরিয়ে,
             ডাকলে মনগাঙ্গে বান।


২৯ শে চৈত্র,১৪২৬,
ইং ১২/০৪/২০২০,
রবিবার, দুপুর ১২টা। ৯৭৬,  ১ লা বৈশাখ,১৪২৭,
১৪/০৪/২০২০।