জীবন পথে চলার শুরু
জন্মের পরে,
কেউবা চলে সঠিক পথে
কেউ বা পায় না পথের দিশা
জনে জনে সে কথাই বলে।


ঠিকানাটা কে দিয়েছে?
কে লিখেছে?
অনন্ত এই পথের দিশা,
ছোটাই যেন জীবের নেশা।
ঊর্ধ্বশ্বাসে ছুটছে সবাই
যাবে কোথায় সেটাই ভাবাই।


দেখো চেয়ে -
মাথার উপর নীল আকাশ
পায়ের নিচে মাটির ফরাস।
শস্য শ্যামল সবুজ ঘেরা
আমাদের এই ধরণী টা।


কোথায় যাবে কারে পাবে?
কে দেবে ঐ পথের বার্তা?
ছোট্ট জীবন, অসীম পথ,
পাবেনা কেউ এমন রথ
নিমিষেই এই পথ পেরোবে।


পথের শেষ আর হবেনা
ছোট্ট জীবন, ছোট্ট ভাবনা,
সে কথাটা কেউ ভাবে না।
কেমনে পাব সেই ঠিকানা?


প্রতীক্ষায় আমরা সবাই,
জীবন পথের সেই ঠিকানা,
যেন হয় এই জীবনেই
আমরা পাই।


১৪ই পৌষ, ১৪২৬,
ইং ৩১/১২/২০১৯,
মঙ্গলবার, সকাল ৮টা। ৮৭৪, ৩১/১২/২০১৯।