মোরা ধরায় এসেছি ক্ষণিকের তরে,
আবার যাবো চলে দিন ফুরালে।
নাতিদীর্ঘ এই জন্ম মৃত্যুর পথ,
মননে মেলে না তবু কোন মত।


চলি মোরা খুশিমতো,
থাকি ব্যক্তি ভাবনায় রত,
                 শুধুই আঘাতে চৈতন্য ফেরে;
সময় থাকে না আর,
পাল ছেড়া, হাল ভাঙ্গা, তরী তার,
                      ক্রমে ক্রমে আঁধারে ঘেরে।


ভাবি মোরা কুলে এসে,
ওই তরুণীতে পা রেখে,
                         পশ্চাতে ফিরে চাই;
কোন স্মৃতি রেখে গেলাম,
আর কতটুকু হেথা পেলাম,
                          ভাবনায় ভাবি তাই।


জানি মোরা সব হারা,
চোখে বয় অশ্রুধারা,
                 ফেরার যে কোন পথ নাই;
যত শোক, তত রোগ,
করে যাব সব ভোগ,
                      তবেই যদি মুক্তি পাই।


১৭ ই ভাদ্র, ১৪২৬,
ইং ০৪/০৯/২০১৯,
বুধবার, রাত ১১:৩০মি:। ৭৭১, তাং ০৬/০৯/২০১৯।