জগতে বোবা কালা শত্রুহীন,
জানি আমরা সবে;
দুর্মুখ প্রগলভরা বলে যাবে শুধু,
তবুও নীরব রবে?


নেতাজি পারেনি, ফিদেল পারেনি,
        লেলিন, মাও সে তুংরা কেউ;
তাইতো জগতে আছড়ে পড়েছে,
         বিপ্লবের অশনি ঢেউ।


সমষ্টি মানুষের সুখের লাগি,
        যুগে-যুগে উঠিবে সে ঢেউ;
ব্যক্তি মানুষ, হিংস্র শ্বাপদ,
         রুখিতে পারিবেনা কেউ।


ডাক দিয়ে যাই জড়ো হও ভাই,
          সময় তো আর নাই;
ব্যক্তি সুখ নয় ওই সমষ্টি সুখ,
          আমরা ধরাতে যেন পাই।


১২ই জৈষ্ঠ, ১৪২৬,
ইং ২৭/০৫/২০১৯,
সোমবার, সকাল ৮.২১মি:। ৭০৪ ২৭/০৫/২০১৯।