তোমার কথায় মনে পড়ে,
যৌবনের সেই যুদ্ধ যুদ্ধ খেলা,
ভারতে এসে ট্রেনিং নিয়ে
যশোরে ঢুকি এক সন্ধ্যা বেলা।


ছিলাম আমি গ্রুপ কমান্ডার
মুক্তিযুদ্ধের সেনা;
মায়ের শৃংখল ভেঙ্গে মুক্তি এনে
মিটাতে চেয়েছিলাম জন্মভূমির দেনা।


কত বন্ধু আমার জীবন দিল,
আমি তো পারি নাই;
স্মৃতির খাতায় আজও ভাসে,
চোখের জলে তাই।


তোমরা তখন ছোট ছিলে,
হয়তো বুঝতে না কিছুই;
এখন তোমরা বড় হয়ে,
জানছো অনেক কিছুই।


মনের আবেগ প্রাণের আবেগ,
তাহা যে কত বড়ো -
মৃত্যু ভয় থাকে না তার,
ভয়ে হয়না জড়োসড়ো।


মায়ের জন্য রক্ত দিতে
পায় না তারা ভয়;
এসেই তারা বৃদ্ধ বয়সে
সেই সত্য কথাই কয়।


তোমরা তারে গল্প বলো,
আমরা বলি সত্যি;
রক্ত দিয়ে চেয়েছিলাম,
আমরা মায়ের মুক্তি।


দিয়ে গেলাম ভবিষ্যতেকে
একটা স্বাধীন ভূমি;
পরাধীনতা নাই যে হেথা,
মুক্ত আমি তুমি।


রেখে যেতে চাই সাম্যের দেশ,
আর আমাদের ভালোবাসা;
শান্তিতে থেকো তোমরা সবাই
নিয়ে সম্প্রীতির আশা।


২৬ শে বৈশাখ,১৪২৭,
ইং  ০৯/০৫/২০২০,
শনিবার, বেলা ১:১১। ১০১৯, ২৭/০৫/২০২০।