সাঁঝের বাতি জ্বলবে কেন তুলসী তলে?
         আমাদের ওই পূর্বপুরুষ স্মরণ করে?
                         বুঝি আসবে তারা দলে দলে?


সাঁঝের বেলায় তুলসী তলায় শঙ্খধ্বনি,
         মায়াবী আলোর ছটায় শুনতে কি পায়?
           হারিয়ে যাওয়া মানুষগুলোর পায়ের ধ্বনি?


তাঁদের মাঝে কেউ বা হাসে, কেউ বা কাঁদে,
           কেউবা নীরব নিথর মনে মনে কথা বলে,
             সবাই বুঝি জড়িয়ে আছে প্রেমের ফাঁদে?


যায় না ছাড়া, ওরা দেয়না ধরা,
           ভালোবাসার এই যে কেমন জ্বালা?
                            সব হারিয়ে ও হয় না হারা।


বুকের মাঝে উথলে ওঠে কত কথা,
       দিনের শেষে আমরাও তো যাবো চলে
          এইতো মোদের অজানা সেই প্রাণের ব্যথা।


মুখে মুখে তুলসী তলার সেই যে গাঁথা,
       আজও মোরা বয়ের চলি মনের টানে,
          সেইতো মোদের এই জীবনে প্রাণের কথা?


২০ শে আশ্বিন, ১৪২৬,
ইং ০৯/১০/২০১৯,
বুধবার, রাত ১১:২৪। ৮০৩, ইং ১০/১০/২০১৯।