তুমি আছো বলেই আমরা আছি,
              তাই আছি কাছাকাছি;
একই চারণ ভূমিতে চরণ রাখি,
            চলেছি হৃদয়ে হৃদয় মাখি।


তুমি চলে গেলে সন্ধ্যা নামিবে,
         সবই রইবো পরে আঁধার ঘরে;
কে জ্বালবে আলো দূর করে কালো,
          নেবে সাথে পথে হাত ধরে?


অসহয়ের সহয় তুমি যেওনা ছেড়ে,
        পশ্চাতে মোদের ফেলে ঐ দূরে;  
পরাণ মাঝে হৃদয় নড়ে ঘুর্ণিঝড়ে,
         ডাকব আমরা আর কাহারে?  


হয়তো একদিন যাব উড়ে শিকল ছিঁড়ে,
      ফিরব না আর কোনদিন এই ঘরে;
চলবো না আর তোমার হাতে হাত রাখি,
    তুমি আছো বলেই আজও আমরা আছি।


২৫শে শ্রাবণ, ১৪২৫,
ইং ১১/০৮/২০১৮,
শনিবার, সকাল ৮টা। ৫৫৯ তাং ২০/০৮/১৮।