সুখ দুঃখ নিয়েই তো জীবনের শুরু,
মনের আবেগে করে বুকে দুরু দুরু।
সত্যটাই হেরে যায় মিথ্যারই কাছে,
জগৎ-সংসার বল কেমনে সে বাঁচে।
মানুষের মানবতা নিয়ে টানাটানি,
দেখি তাই আধিপত্য আর হানাহানি।
করোনা দিয়েছে ধাক্কা মরোনের বাণে,
তবুও যায়নি জল মানুষের কানে।


দখলদারির লোভেই উন্মত্ত জগত,
সূচাগ্র জমিও নয় শান্তির মগধ।
ওই শুনি চারিদিকে কান্নারই রব,
মা হারালো সন্তানেরে বুঝি গেল সব।
তবুও নীরব কেন জগত সংসার?
তবে কি দখল নেবে মিথ্যা দুরাচার।


৮ ই ভাদ্র, ১৪২৮,
ইং ২৫/০৮/২০২১,
বুধবার বেলা  ১২:১৬। ১৪২১, ২৭/০৮/২০২১।