যা পেয়েছো তুমি আজও,
তার তুলনা নাই;
অনেকেই তাহা তোমার মত,
আজও পায় নাই।


ধন, সম্পদ, অর্থ, কড়ি,
জীবনে বড় নয়;
ভালোবাসার চেতনার ধারা,
মানুষকে মানুষ কয়।


মুক্ত আলোয় ভাসিয়ে দাও,
তোমার চিন্তাধারা;
জানবে চিনবে সবারে সবাই,
চিত্ত চেতনার দ্বারা।


কঠিন এই জীবন পথে,
কেন বইবে বোঝা?
সহজ সরল জীবন নিয়ে,
চলতে হবে সোজা।


অজ্ঞনতার অহংবোধ যেন-
শান্তি না নেয় কেড়ে;
আত্মায় আত্মায় মিলেমিশে,
ভালোবাসা যাক বেড়ে।


উপভোগ কর জীবনটাকে,
নিজের মত করে;
হাসি, আনন্দ, ভালোবাসায়
থাকুক হৃদয় ভরে।


১৮ ই ভাদ্র,  ১৪২৮,
ইং ০৪/০৯/২০২১,
শনিবার সকাল ৯:৩৫। ১৪২৯, ০৪/০৯/২০২১।