ভাল্ লাগে না, ভাল্ লাগে না,
কিছুই আমার করতে;
জোর করে সব মাথায় চাপায়,
সুসভ্য মানুষ গড়তে।


বলছে যেতে সাঁতার শিখতে,
বৃষ্টি ঝরা দিনে;
কেমনে যাব বলুন দেখি?
বৃষ্টিটা বড়ই ঘিন-ঘিনে’।


বৃষ্টির মধ্যে আমি ছাড়া
কেউ যদি না আসে;
ট্রেনার কাকু আমায় নিয়ে,
করবে যে হাসতামশে।


তাই বলি থাক না-আজ,
যাব পরের দিন;
সবাই এলে ট্রেনার মশাই,
আমার প্রতি দৃষ্টি দেবে ক্ষীন।


শুনেছি-ক্ষুদ্র থেকে বিশ্ব সৃষ্টি,
ক্ষীনের দিকে ঝোক;
তাই-নীচের থেকে ঊর্ধ্ব পানে,
রাখছি আমার চোখ।


২৪শে ভাদ্র, ১৪২৪,
ইং ১০/০৯/২০১৭,
রবিবার, সব্ধ্যা ৪টা।