জাগবে চেতনা, জাগবে যৌবন,
        সাথে উঠবেই কলরব;
অন্যায়ের সাথে হবেই হবে লড়াই,
        এটাই প্রগতির সব।


দুর্বলের প্রতি সবলের অত্যাচার,
        মানতে পারে না কেউ;
বজ্রনিনাদে একদিন পড়বে আছড়ে,
         ওই মহাসমুদ্রের ঢেউ।


আর ভেসে যাবে জঞ্জাল সব,
         মুক্ত হবে ধরা;
নিশ্চিহ্ন হবে ওই অন্যায়কারী,
         দুর্বৃত্ত রূপী যারা।


আছি অপেক্ষায় নাই কোনো ভয়;
          আসবেই সাহসী বীর;
জ্ঞানে সচেতন ওই হীরার মতন,
         অভীষ্টে থাকবে স্থির।


মুক্তির স্বাদ ভেঙে দেবে বাঁধ,
         ছড়াবে কুল ছাপি;
মুক্তিপাগল সকল বন্যার জল,
     পারিবেনা রুধিতে ঝাঁপি ।


২৩ শে আশ্বিন, ১৪২৮,
ইং ১০/১০/২০২১,
রবিবার সন্ধ্যা ৬:০২। ১৪৬৭, ১২/১০/২০২১।