যারা ঘর গোছালো আর স্বামীর সেবায় জীবন
দিল তারাই বুঝি সতী-সাধ্বী হোল? যারা করলো
না সংসার ধর্ম, সমাজ, জাতির জন্য জীবন দিল
তাঁদেরকে কোন শ্রেণীতে আমরা ফেলবো? যে নারী,
যে পুরুষ, ধর্মের নামে, জাতির নামে মানুষকে ধ্বংস
করে, দেশকে বিকিয়ে দেয় পরের কাছে, তাদেরকে
কি ভাবতে পারি মানুষের বলে? স্কুল-কলেজের ডিগ্রী
পেলে এই মানুষকে কি মানুষ বলে? যারা আপন ছেড়ে
পরকে ধরে বাঁচবে বলে অথৈ সাগরে ঝাঁপিয়ে পড়ে,
তাঁদেরকে ফেলবো মোরা কোন শ্রেণীতে? কত প্রশ্ন
আসে মনের কাছে, পাইনা উত্তর এই জগতে। শাসন
ক্ষমতায় যারা আছে, দেশের জনগণের কথা তারা
কোথায় ভাবছে? আম ফোন, করোনা, এই মানুষকে
শিখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে; দেখ ওরা কেউ ভাবে
গদির কথা, কেউ ভাবে ধর্ম জাত মন্দির মসজিদ গির্জা
হোথা। দেশের সম্পদ নয়তো কারো ব্যক্তিগত, যেমন
খুশি খরচ করবে নিজের মত। এই মহামারীর সময়কালে
সেই সম্পদের ব্যবহারে বাঁধা দিলে তাদেরকে কি ক্ষমতায়
রাখা চলে? এই দুর্যোগে যাদের কাছে রাম মন্দির বড় হয়,
তারা জাতির কাছে দেশের কাছে, মানুষের কাছে বড় ভয়। বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে,এই জগতে সত্যিকারের মানুষ কারে কয়? চিত্ত গুহার চেতন দ্বার খুলতে হবে, তবেই মানুষ সত্যিকারের উত্তর পাবে।


১৫ ই শ্রাবণ, ১৪২৭,
ইং ৩১/০৭/২০২০,
শুক্রবার বেলা ৫টা।   ১০৮৫, ০১/০৮/২০২০।