উত্থিত আজ মানব হৃদয়
          -চিত্ত রঞ্জন সরকার,
মানুষের কামনা, মানুষের বাসনা,
মানুষ থেকে মানুষকে করেছে জন্তু।
মনের মধ্যে একান্তে যে নারী মূর্তি
এঁকেছে, তাঁকে দেখেছে নগ্ন রূপে;
আর সারা দেহটা উপ-ভোগ করেছে
লেহন করে। এতো আর কিছু নয়,
“লালসা”!পায়নি- পাবে, এই ছিল
বাসনা। যদি পায় কামের কামনায়
জ্বলে পুড়ে হবে খাক; কেউ কাউকে
কখনও বলেনি ওটা থেকে দূরে থাক।


পশুর পাশবিকতায় যা হবার তাই হলো;
দোর ভাঙ্গলো-অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে-
সম্মুখে দাঁড়ায়ে এক চিন্ময়ী নারী মূর্তি।
মুখখানি দীপ্তিময় যেন কিছু বলতে চায়,
দেখে মনে হয় যেন এতটুকু নাই ভয়।
তাকায়ে-হলো বিস্ময়! এ কে? এযে সেই
চেনা মুখ, যাঁর কোলে কেটেছে শৈশব।
পশুর মাথা নীচু হলো, বুকে অন্তহীন ভয়।
বুঝি উত্থিত হলো আজ মানুষের “মানব হৃদয়‘।


১লা জৈষ্ঠ, ১৪২৪,
ইং ১৬/০৫/২০১৭,
মঙ্গলবার, বেলা ৩.১৫।