মায়ের কাছে সন্তান বড় সন্তানের কাছে মা,
মা ছাড়া সন্তান অন্ধকার দেখে, সে কি বোঝে না?


তবু মা চলে যায় সন্তানকে ছেড়ে প্রকৃতির ডাকে,
কভু সন্তানও ছেড়ে যায়,
কে দেয় সান্তনা দু:খিনি মাকে?


কঠিন জগৎ আর কঠিন জীবনের পথ,
এই চলার পথে কেউ কারো দেয় না তো সাথ।


একা আসা একা যাওয়া একাই তো ভাবনা ভাবা,
পথিক পথে চলে নিজেরে নিজেই বলে,
অজানা বিধাতা পথমাঝে তুলে নেয়, মেরে এক থাবা।

কে রুধিবে তারে উপায় যে নাই
কোথায় কার কাছে আশ্রয় পাই?


ভাবতে ভাবতে সময় এলে,
একদিন আমিও যাব চলে।


কি কৈফিয়ৎ দেবো আমি তখন আমার সন্তানে?
ভাবি আমি একা বসে নিরালায় এই নির্জনে।


২২ শে কার্তিক, ১৪২৫,
ইং ০৯/১১/২০১৮,
শুক্রবার, বেলা, ৩ টা। ৬৩৭ তাং ২০/১১/২০১৮।