যৌনতা আর লালসা ক্রমে ভালোবাসা হয়,
অভ্যাস বশত কেউ কারো ছেড়ে থাকা দায়।
একাকীত্ব জীবন বড় দুর্বিষহ লাগে,
তাই মানুষ মানুষের পিছে পিছে ভাগে।


একা আসা একা যাওয়া, একাকীত্ব পরম পাওয়া,
স্রষ্টা আর সৃষ্টিরে বুঝিতে;
একই ধারা বয়ে চলে নিত্য নতুন রূপে,
সময় চলে যায় বুঝিতে সুঝিতে।


মৃয়-মৌন হয়ে থাকি, বুঝিতে কত বাকী,
জীবনের জটিল আর কঠিন এ কথা;
হয় জন্ম, আসে মৃত্যু নিয়ে যায় তুলে,
কালের গতিতে মোরা সবই যাই ভুলে।


ভুলে যাওয়া যেন দুঃখের প্রশমন,
খাবার খাব না বলে, করি কি অনশন?
জটিল ভাবনা সব একাকার হয়ে যায়,
জটিলকে সহজ করে কবে কেটে যাবে ভয়?


ভাবনার টানাটানি, চেতনার জানাজানি,
একদিন হবে শেষ সে কথা আমি মানি।
আমি তুমি কেউ তাঁর নিতে পারি সেই ভার,
আঁধার রাতের শেষে আলো এনে দেবে তাঁর।


২৬শে কার্তিক, ১৪২৫,
ইং ১৩/১১/২০১৮,
মঙ্গলবার, সকাল, ৭.১৫মিঃ।  ৬৩০ তাং ১৩/১১/২০১৮