গোলাপের চাইতে কাঁটা ভালো ,
               যাহা থাকে মরমের ব্যথায় ;
মিত্রের চাইতে শত্রু ভালো ,
            সর্বক্ষণ তবু সে তব নাম লয়।


সুখের চাইতে দুঃখ ভালো ,
      যদি প্রানের মানসী সেই দুঃখ দেয় ;
আলোর চাইতে ভাল কালো ,
           সেই কালো যদি প্রান প্রিয়া হয় ।


বৃষ্টির চাইতে শুষ্ক ভালো ,
                যদি তাহা প্রানে সওয়া যায় ;
হাসির চাইতে কান্না ভালো ,
              সেই কান্না যদি হৃদয় ভিজায় ।


পুন্যের চাইতে পাপ ভালো ,
যদি তাহা অন্ধকারে জ্বালায় আলো ,
                 সেই পাপ পুন্যের পানে ধায় ;
ভালোর চাইতে ভালো মন্দ ,
যদি নাহি থাকে  কোন দ্বন্দ ,
                     নির্বিঘ্নে তবে থাকা যায় ।


ইং ২৭/০২/১৯৯৪,
রবিবার, শিলবারি,
    আসাম।    566 dtd 28/08/2018