কি যে ভাল ? কোথায় ভাল ?
       দেখতে কেমন ? ঐ ভালর রূপ ,
সে কি নিরব, নিস্তব্ধ অন্ধকার ?
        না - অমানিশার শ্মশানের ধুপ ?


ভাল সে কি সুদানের ক্ষুধার্ত শিশুটির মত ?
   কখন মরবে সে, ওতপেতে শকুনি !
রচিত হল মানব সভ্যতার এ কোন ইতিহাস ?
   পৃথিবী ছাড়তে চায় ঐ শিশুটি, এখনি ।


কোথায় ভাল? খূঁজে মরে শাসক শোষক,
      আর চারিদিকে দাড়ায়ে আমরা যারা ;
প্রতিবাদি বিদ্বজনেরা, সাথে কিছু মানুষ,
    রক্ত ঝড়ায়, ভালর খোঁজে এখনও তাঁরা ।

ভাল সে কি আসবে ফিরে, মন্দ রূপে ?
   আমাদের মাঝে বিভীষিকার শিহরণ লয়ে ;
শেষ হবে মানুষের জীবন মরণের লড়াই ,
      যখন মন্দের কফিন কাঁধে নেবে বয়ে ।