বিশ্বাস যে না পাওয়ার আশ্বাস,
          সংস্কারে আচ্ছন্ন মোরা;
জন্ম থেকে দেখে দেখে শেখা,
        ছুটে চলে অন্ধত্বের ঘোড়া।


সত্য মিথ্যা দুই এ মিলে,
গভীর চক্রান্তের জালে,
                    বেধেছে মানুষেরে;
কি নিয়ে আনন্দ করি,
ভালো-মন্দ বুঝতে নারি,
                     এই কঠিন সংসারে।


এই প্রভাতের সূর্যোদয়,
দুপুরে প্রখর রৌদ্রময়,
                   বিকালে যায় অস্তাচলে;
জীবনের গতির মত,
সবাই রয়েছে রত,
                    তাই বিশ্বাস কথা বলে।


সত্য কে খুঁজতে গেলে,
মিথ্যা এসে চোখে দোলে,
                     পথ হয়ে যায় দুর্গম;
এইতো জীবন ধারা,
কি করে ভাঙবো কারা,
                       বিশ্বাস বড় নির্মম।


১৮ই আশ্বিন, ১৪২৫, জি
5th September 2018,
Friday, 8:40 a.m.