বিবেকই বাদী হয় মানুষের মঙ্গল কামনায়,
আসুক নেমে সেই মঙ্গল মানুষের ভাবনায়।
মানুষই বাঁচায়ে রাখে সেই মানবতাবোধ,
সত্যের এ লড়াই, কে করিবে রোধ?
জীবনের এই সংগ্রাম আর অকুতোভয়,
দ্রোহী মানুষের দ্রোহীতা যুদ্ধ করিতে জয়।
এই অশান্তিই শান্তি খোঁজে সারা দিনরাত,
বিবেকের তাড়নায় জ্ঞানীগুণী থাকে তার সাথ।
আলো জ্বেলে অন্ধকারে দেয় পথের দিশা,
আনন্দে ভরে উঠে সেই আঁধার নিশা।
বিবেকই বাক্ হয়, সুতীক্ষ্ণ অসি সম প্রাণ,
মানুষের মঙ্গলে প্রাণ তাঁরা করে যায় দান।


২৭ শেষ পৌষ, ১৪২৬,
ইং  ১৩/০১/২০২০,
সোমবার, বেলা ১২টা। ৮৯০, ১৯/০১/২০২০।