খেলার কথা ভাবছে ওরা
খেলতে নেমে;
মনের বল হারিয়ে ফেলে,
যাচ্ছে ঘেমে।


এই রাজনীতিটা খেলা নয়,
সমাজসেবার অঙ্গ;
ব্যক্তিস্বার্থে ঘর গোছানো,
করছে সবাই রঙ্গ।


হেথা মিথ্যাচারের ছড়াছড়ি,
সমাজসেবা নয়;
কে কতটা পকেট ভরবে,
আচার বিচার কয়।


দেশের ভাবনা মানুষের ভাবনা,
ভাবনার জলাঞ্জলি;
ভোটের আশায় বিভেদ টেনে,
ওরা দিচ্ছে অঞ্জলি।


জাত ধর্ম বড় হলো,
মানুষ, দেশ, নয়;
পাখির চোখ ভোটের বাক্স,
আনবে তাদের জয়।


ওদের ঔপনিবেশিক ভাবনাচিন্তা,
শুধু ক্ষমতাটাই চাই;
গায়ের জোরে শক্তির জোরে,
রক্ত ঝরছে তাই।


দেশ, জনগণ, চুলোয় যাক,
তাতে ওদের কি;
দুধের সরটা পেলেই হল,
পাঁচ বছরের ফি।


বেকারের জ্বালা, আত্মহত্যা,
দেখছি চারিদিকে,
গায়ের জোরে তুলে নেয়,
গরিব ঘরের ঝিকে।


কি প্রয়োজন এমন ভোটের?
দেশে শাসন নাই;
দেশের কথা বলতে গেলেই,
গারদে হবে ঠাই।


এই কি দেশের স্বাধীনতা,
রক্ত দিল কারা?
ভোটের নামে তাদের টানে,
সরখায় আজ যারা?


২৬ শে ফাগুন,১৪২৭,
ইং ১১/০৩/২০২১,
বৃহস্পতিবার বিকেল ৬টা। ১২৬৬, ২৪/০৩/২০২১।