ভোটের দরজায় গরজায় এসে,
              কতকগুলো বালখিল্য অমানুষ;
ব্যক্তিস্বার্থে আর অর্থের লোভে,
                             পাবার আশায় বেহুশ।


এই গণতন্ত্র কেমন মন্ত্র?
                                 বোঝার উপায় নাই ;
বোতল কুড়ায়ে যারা খায়,
                                তাদের ভোটাই চাই।


ভোটের বাক্স ভরিয়ে দেবে,
                              দেশের অবুঝ জনগণ;
তাঁদের পয়সায় চড়বে গাড়ি,
                                   বোঝো ওদের মন।


দেশ শাসনের শর্ত ছিল,
                      আমাদের সংবিধানে লেখা;
শিক্ষার আলো পৌঁছে দেবে,
                               হবে জনগণের শেখা।


আধার যদি আঁধার না হয়,
                               লুটবে কেমনে তারা;
দুই পয়সার লোভ দেখিয়ে,
                         করছে লুটেরাদের খাড়া।


মরুক শ্রমিক, চাষা, জনগণ,
                         তাতে ওই নেতাদের কি?
কয়লার খনি, তেলের খনি,
                         সে তো ওদের ঘরের ঝি।


যেমন খুশি তেমন মূল্য
                             দেবে দেশের জনগণ;
নেতার শুধু অর্থ চাই,
                             চাই সিন্ধুক ভরা ধন।


দেশ চলে যাক রসাতালে,
                          শুধুই ক্ষমতাটা চাই;
মিথ্যা কিংবা রক্তের মাঝে
                         হোক না দেশের ঠাই।


আতর দানির আতর গন্ধ,
                              ছড়িয়ে দেবে দেশে;
ওই মৃতদেহের পচা গন্ধ,
                          যাবে হাওয়ায় মিশে।


এমনি করেই পাঁচটি বছর
                               যাবে কেটে হেসে;
নতুন ভোটের আশায় খাবার,
                            ছড়িয়ে দেবে দেশে।


খাবার থাকলে কাকের অভাব?
                               হয় না দেশে কভু;
লজ্জা যে নাই মানুষের,
                            সাজতে কাক তবু।


ভুলে যাবে এই জনগণ,
                        অতীত দুঃখের কথা;
বর্তমানের আশায় নেশায়,
                            যাবে চলে ব্যথা।


দেখি ধর্ম জাতের ভাগাভাগি,
                              দেশের কথা নাই;
এমন শাসক দেশ চালাবে,
                            উপায় কোথা পাই।


স্বার্থের লোভে জ্ঞানী সেজে,
                           বুঁদ হয়ে প্রচার করে;
ঝড় এলে ওদের  ঘর,
                          ভেঙে যাবে ওই ঝড়ে।


মাথা গোঁজার ঠাঁই পাবে না,
                               হবে শূন্য চারিধার;
প্রভু নেবে মুখ ফিরায়ে,
                          তখন কেউ রবেনা তার?


সময় থাকতে আয় ফিরে আয়,
                          ভাইয়ের পাশে দাঁড়া;
এবার কঠিন যুদ্ধ জীবন পথে,
                            হাতটা এবার বাড়া।


এ লড়াই বাঁচার লড়াই,
                           এ  লড়াই লড়তে হবে;
চেতনা আর মনন দিয়ে,
                     সুখী সমাজ গড়তে হবে।


২০শে ফাগুন, ১৪২৭,
ইং ০৫/০৩/২০২১,
শুক্রবার বেলা ১০:৪৬।  ১২৫০, ০৮/০৩/২০২১।