আলো ভরা দিনের আলোয়
যদি হঠাৎ আঁধার নামে;
বিস্ময়ের সেই ঢেউটা তখন
বলো বিকায় কেমন দামে?


শূন্যে মিলায় হৃদয় সবার
ওই অশ্রু ঝরে চোখে;
কি ছিল আর কি যে হলো?
বুঝি পাথর চাপায় দেখে।


সবাক মুখ মূক হয়ে যায়
ওই কঠিন ব্যথা পেয়ে;
হৃদয়ে যাচ্ছে দুমড়ে মুচড়ে
পরাণ তবু যাবে গেয়ে?


অশ্রু তখন শুধুই সম্বল
কোন্ সান্তনা কে দেবে?
সময় এসেই দেখায় পথ
কেবল ঐ প্রেক্ষাপট ভেবে।


আঁধারের মাঝে আলো খোঁজে
কেবলই বেঁচে থাকার জন্য;
না হলে সমাজ-সংসার হয়ে যেত
সেই গভীর ঘন অরণ্য।


৩ রা অগ্রহায়ণ,২৪২৯,
ইং ২০/১১/২০২২,
রবিবার বিকেল ৪:৩১। ১৮৪১, ২৯/১১/২০২২।