মিথ্যার মাঝে সত্যকে খোঁজি,
          যদি সত্য খুঁজে পাই;
ভূবন ভুলানো সেই যে রূপ,
           অন্তরে দেবো ঠাই।


নাড়ীর বাঁধন ছিঁড়িস না তুই,
      সে বাঁধন জন্ম-জন্মান্তরের;
ভুলের মাশুল ঠিক দিতেই হবে,
       যখন হবি অনেক দূরের।  


কুটিল ঐ ভ্রূকুটি থেকে হউক মুক্ত,
      মোদের জটিল মানব বন্ধন;
সরল মন নিয়ে, সহজ জীবন দিয়ে,
  জাগাতে যেন পারি সেই অনুরণ।


২৪শে বৈশাখ, ১৪২৫,
ইং ০৮/০৫/২০১৮,
মঙ্গলবার, ভোর ৬.৩০মিঃ । ৪৬৮ তাং ১১/০৫/১৮ ।