যে বাঁধনে বাঁধিছে মোরে,
জন্মের পরে বাহুর ডোরে,
       তাহা ছিঁড়িব কেমনে?
নিজের মত উড়িতে পারে,
       মুক্ত বিহঙ্গ, মুক্তাঙ্গনে।


বন্ধনহীন অপরূপ বিন,
ডাকিছে আমায় আপন ভাষায়,
            ওরে আয় ওরে আয়;
নীল আকাশে খোলা বাতাসে,
           ভাসিতে প্রাণের ভেলায়।


কেমনে ছিঁড়িব শৃঙ্খল মোর,
কঠিন বাঁধনে বাঁধা এ ডোর,
           সেই অপার ভালবাসায়;
আপনারে লয়ে আপনি ভেবেছি,
          নৈর্ব্যক্তিক গভীর মমতায়।


হৃদয় কন্দরে, মন মন্দিরে,
              উঠিছে মুক্তির ঝড়,
বাদলের ধারা বুকে দেয় নাড়া,
              আপন করিতে পর।


ছিঁড়িতে কষ্ট, ছাড়িতে কষ্ট,
                কষ্ট পরাণ জুড়ে;
নিজের কথা, নিজের মাঝে,
                সুপ্ত হৃদয় নীড়ে।


২১শে আষাঢ়, ১৪২৪,
৬ই জুলাই, ২০১৭,