যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম
সেই মন সেই অবস্থান হারিয়ে গেছে অতীতে;
তাহা কেমন করে ভাববে মানুষ
এসে স্বার্থপর এই বর্তমানে কিংবা ঐ ভবিষ্যতে?


মানুষ তো আর মানুষ নাই
ঘুরছে সবাই ব্যক্তি স্বার্থে মানুষরূপী খোলস পরে;
যেথায় স্বার্থ সেথায় তারা
আছে পরে সবাই ওরে, অন্ধকারের গভীর ঘোরে।


ওই স্বচ্ছ যারা ক্ষমতাহারা
শক্তি তাদের হারিয়ে গেছে নির্মম ওই বয়সের ভারে
কেমন করে পাবে ফিরে
যৌবনের সেই দীপ্ত শক্তি ভগ্ন দেহে আবার ওরে?


তবু আদর্শটা ধরে রেখে
আমাদের চলতে হবে কঠিন রাস্তা সহজ করে;
তবেই যদি আবার ফেরে
ঐচেতনার তেজোদীপ্ত নৈতিকতার পথটা ধরে।


১১ই আশ্বিন,১৪২৯,
ইং ২৮/০৯/২০২২,
বুধবার বেলা ১২ :৫০। ১৮১১, ৩০/০৯/২০২২।