যে যায় ভাল যায়
যে আসে জানতে চিনতে দেরি হয়;
কভু সুখের, কভু দুঃখের,
কভু হতে পারে বিভীষিকাময়।


সুখের আশায় বাঁধি ঘর
দুঃখ-বেদনার কথা যাই ভুলে;
ভাবনা যদি বাস্তব হয়,
তবেই আনন্দে প্রাণ উঠে দুলে।


কোটি কোটি মানুষের কোটি কোটি মত;
সহজ নয় মোটেই জীবনের পথ;
কভু দীপ্ত প্রভায় আলো দেয় রবি,
কভু ঘন কালো মেঘে ঢাকে তাঁর রথ।


দুঃখ-কষ্ট যত সয়েছি জীবনে,
ফিরবেনা কভু তাহা আপন পরানে;
নতুন যাতনার বড় ভয় পাই,
নতুনের আবির্ভাবে সন্দেহ তাই।


২ রা আষাঢ়, ১৪২৮,
ইং ১৭/০৬/২০২১,
বৃহস্পতিবার সকাল ৭:০৪। ১৩৫১, ১৭/০৬/২০২১।