যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে,
ঘুনে ধরা এই সমাজে,
ঘুনেপোকা মারতে ওষুধ আমাদেরই দিতে হবে।
মারতে হবে মারতে হবে,
এই পোকাদের মারতে হবে,
জাগো মানুষ জাগো- আর কতদিন ঘুমিয়ে রবে?
মা কাঁদে, বোন কাঁদে,
কাঁদে বাবা, ভাই,
সমাজ কাঁদে, জাতি কাঁদে, কাঁদি আমরা সবাই।
আমাদের দেশ, আমাদের সমাজ,
ঘুনেপোকারাই করছে রাজ?
উঠতে হবে, জাগতে হবে, হাতে হাত ধরতে হবে
পড়বো এবার যুদ্ধের সাজ।
মোদের এ দেশ, মোদের জাতি,
সবাই তো ভাই মোদের জ্ঞাতি,
আনবো মোরা সুখের প্রভাত, সরিয়ে দিয়ে দুঃখের রাত।
ধ্বংস করতে হবে দুষ্টচক্র,
চলার পথ ওদের বক্র,
সাদাসিধা পথটা ধরে, শান্তি দেব দেশ আর জাতিরে।
সময় নাই যাগো এবার,
উঠুক গড়ে জন দরবার,
জনগনের আদালতে শাস্তি পাবে- দেশের শত্রু এবার।


২ রা ভদ্র, ১৪২৬,
ইং ২০/০৮/২০১৯,
মঙ্গলবার, বেলা ১২টা।  ৮৬১,  ১৩/১২/২০১৯