রামের যুগে দুধ মিলত
                   আর কৃষ্ণের যুগে ননী,
করোনার যুগে গো চোনা,
                    আর মিলবে বুঝি শনি।


দেশের সম্পদ বিক্রি হবে,
             ছাঁটাই, ভি আর, বেড়ে যাবে,
আর বেকারা এই লকডাউনে,
                       ঘরে বসে মুখ লুকাবে।


দেশজুড়ে কর্মীরা হবে কর্মহীন,
                বাতাসে বাজবে মরণবীণ,
দেশের কেন্দ্র-রাজ্য এমনি করেই
               শোধবে এই জনমতের ঋণ।


ধর্ম আর সকল খুনখারাপির,
                 সেই প্রচারটা রাখবে বেশি,
সব কিছু ভুলিয়ে রাখতে,
          এই দাওয়াইটাই মোদের দেশী।


শক্তির জোরে সবাই খাবে,
                  আর ধনীরা সব ধনী হবে,
জনপ্রতিনিধির ওই অঙ্গুলিহেলনে,
              শুধুই গরীব, চাষী ভুখা রবে।


হায়রে মোদের বিধিলিপি,
                      কেমন করে মুছে দিবি;
জাগতে হবে, ভাবতে হবে,
                    তবেই হয়তো পথ পাবি।


২২ শেষ ভাদ্র, ১৪২৭,
ইং ০৮/০৯/২০২০,
মঙ্গলবার বেলা ১২:৫০। ১১২৫, ১০/০৯/২০২০।