" দুঃখ "
মসীতে : চিত্তরঞ্জন সরকার
তারিখ  : ০৭.০৫.২১
----------------------------------------------------------------------
সুখের সাথে সাক্ষাৎ করার আজন্ম ইচ্ছে আমার -
আজকে চার দশকেও কেন জানি পূর্ণ হলোনা!!
কেননা আমার চারপাশে শুধুই দুঃখের আনাগোনা!
দুঃখের গল্প শোনা শুরু হয় প্রতিদিন ভোর হলেই!
সারাদিন ধরে চতুর্দিকে শুনি হাহাকার ক্রন্দন!!
অন্তরে বাহিরে দীর্ঘশ্বাস ঘন ঘন পরতে থাকে-
বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন একটি সত্য শাসন করে যাচ্ছে!
তা হলো অসীম দুঃখরাশির সমুদ্র,
যাতে সকলে নাকানিচুবানি হরদমই খাচ্ছে !!
দুঃখের অনবরত বুলেট-বৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছি-
যেন আজ আমি একজন 'দুঃখবিলাসী!!
সুখের সাথে সাক্ষাৎ করার আজন্ম ইচ্ছে আমার -
আজকে চার দশকেও কেন জানি পূর্ণ হলোনা!!


বিদ্যুৎসম চকিতে সুখের আগমন কখন যে হয় -
সেইটা এসেই চলে যায়, টেরই পাইনা!
ঠিক যেন সুবিশাল বারিধির জলের একফোঁটা জল!
যার কোন অস্তিত্ব নেই বললে ভুল হবে না!!
দুঃখের সংসারে তাই সুখ খোঁজা
একজন নির্বোধ আমি!
ভাবি সদায়- আগামীকাল সুখের দেখা পাব!!
সুখের সাথে সাক্ষাৎ করার আজন্ম ইচ্ছে আমার -
আজকে চার দশকেও কেন জানি পূর্ণ হলোনা!!


দুঃখ প্রকাশে সামান্য কিছু দুঃখ হালকা হয়-
অফুরন্ত দুখে দুঃখী হয়ে কিছুটা ভার কমানোর চেষ্টা!
নতুন নতুন দুঃখ এসে যেচে সাক্ষাৎ করে!
সুখ খোঁজা এক মুসাফির আমি -
জেনেছি এই গভীর সত্য চিত্তের মণিকোঠায়!
জীবন যাত্রায় তাই সঙ্গী করেছি দুঃখকে-
সুখকে বলেছি সে যেন দেখা দেয় মাঝে মধ্যে!
ক্ষণিকের তরে অনুভূতিতে!
সুখের সাথে সাক্ষাৎ করার আজন্ম ইচ্ছে আমার -
আজকে চার দশকেও কেন জানি পূর্ণ হলোনা!!